সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গুপি গাইন আর বাঘা বাইন। এই দুই চরিত্রকে ভালবাসতে পারেনি এবং বাঙালির দেখা মেলা ভার। নিজেদের ৩৫তম বর্ষে তাই গুপি-বাঘাকেই নিজেদের মণ্ডপে হাজির করতে চলেছে বিজি ব্লকের পুজো উদ্যোক্তারা। গুপি-বাঘা সৃষ্টির পঞ্চাশ বছরে তাই থিমের নাম দেওয়া হয়েছে 'অর্ধশতক হলো পার, বিজি ব্লকে গুপী বাঘা এবার।' এবারে সব মিলিয়ে তাদের পুজোর বাজেট ১৮ লক্ষ টাকা। আর্টস কলেজের ছাত্ররা করছেন মণ্ডপ সজ্জার কাজ। এবারের পুজোয় গুপী-বাঘা কে ফিরে আসতে দেখতে চাইলে তাই আসতেই হবে সল্টলেক বিজি ব্লকের পুজো মণ্ডপে।