রামমন্দির শিলান্য়াসের দিন রাহুল সিনহা বলেন 'বাংলায় রাম-রাজ্য আসার মুখে। কারণ রাজ্য় শাসন করছেন রাবণের কোনও আত্মীয়া। সেই কারণে বাংলার চারিদিকে অনাচার, লুঠ, দুর্ণীতিতে ভরে গিয়েছে। তাই রাম রাজ্য প্রতিষ্ঠা হলেই বাংলার উন্নতি হবে। যতো বেশি রাম ভক্তদের শাসক দল বিরক্ত করবে ততোই বেশি মানুষের মধ্যে ক্ষোভ প্রকট হবে। এমনটাই জানালেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা।
রাম জন্মভূমিতে মন্দির শিলান্য়াস প্রসঙ্গে একাধিক কথা জানালেন বাড়ি পুজোতে বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা। তিনি বললেন, 'বিজেপি যে কোনও কাজ আপ্রাণভাবে করে। চূড়ান্ত পরিণতি পর্যন্ত এটাকে নিয়ে যায়। কারণ বিজেপি সত্য়ের আধারে আন্দোলন করে। রাম যে ওখানে জন্মেছিল বারংবার বলেছি আমরা, কারণ এটা আমাদের কথা নয়, মানুষেরই বক্তব্য়। দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বাস রাম ওখানে জন্মেছিল। রাহুল সিনহা আরও বলেন 'বাংলায় রাম-রাজ্য আসার মুখে। কারণ রাজ্য় শাসন করছেন রাবণের কোনও আত্মীয়া। সেই কারণে বাংলার চারিদিকে অনাচার, লুঠ, দুর্ণীতিতে ভরে গিয়েছে। তাই রাম রাজ্য প্রতিষ্ঠা হলেই বাংলার উন্নতি হবে। যতো বেশি রাম ভক্তদের শাসক দল বিরক্ত করবে ততোই বেশি মানুষের মধ্যে ক্ষোভ প্রকট হবে। এমনটাই জানালেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা।
তিনি আরও বলেন, 'দেশের মধ্যে একটা সময় প্রথম স্থানে বাংলা। সেই বাংলা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। অতয়েব আৎ সতা-আট মাস বাকি আছে। বাংলাতেও রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্য়োপাধ্যায় ভাঙবেন তবু মচকাবেন না। এখন অন্য়ান্য নাম ভূলে গিয়ে সমস্ত হিন্দু দেব-দেবীর নাম করছেন। আগামীদিনে রামলালার নাম উচ্চারণ করতে হবে। আমরাই উচ্চারণ করাব। এই রাজ্যের লোকেরা দেখবে, ভূতও রাম নাম করছে' বলে জানান বিজেপির জাতীয় সম্পাদক।