প্রথম ও দ্বিতীয় ট্রেনের দাবিতে ঠাকুরনগরে রেল অবরোধ। ঠাকুরনগরের রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। ঠাকুরনগর রেল গেট অবরোধ করে ফুল ব্যবসায়ীরা। ট্রেন চালুর দাবিতে চলতে থাকে বিক্ষোভ।
করোনা সংক্রমণ রুখতে দেশে ইতিমধ্যেই শুরু হয়েছে কড়াকড়ি। করোনা রুখতে ট্রেনের সময়েরও পরিবর্তন হয়েছে। রাত ১০ টা পর্যন্ত চলছে এখন ট্রেন। সকালেও ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। যার যেরে সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। এবার প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের দাবিতে রাত দুটো থেকে ঠাকুরনগর রেল গেটে অবরোধ শুরু করে ফুল ব্যবসায়ীরা। রাত দুটো থেকে রেল লাইনের উপর ফুলের বোঝা ফেলে অবরোধ শুরু হয়। যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনে তারা মূলত ফুল নিয়ে কলকাতায় যান। ফুলের ব্যবসা করে তাদের পেট চলে। সকালের দুটো ট্রেন না চললে তারা কলকাতায় যেতে পারবেন না এবং না খেয়ে মরতে হবে। ফলে অবিলম্বে ট্রেন চালু করতে হবে। যতক্ষণ না ট্রেন চালানো হবে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন বলে জানান তারা।