কোকেনকাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। মঙ্গলবার রাকেশ সিং -এর বাড়িতে পুলিশের হানা। পুলিশি অভিযান ঘিরে তুলকালাম বেধে যায় সেখানে। পুলিশের রাস্তা আটকে দাঁড়ায় সিআইএসফ জওয়ানরাষ। তাঁদের সঙ্গে ছিল রাকেশ সিং -এর ছেলেও। সেখানে সদর দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়। রাকেশ সিং -এর ছেলে জানান বাবা দিল্লি গিয়েছেন। রাকেশ সিং-এর অফিসেও হানা দেয় পুলিশ। অফিসও তালা বন্ধ ছিল। পরে তাঁকে ফোন করা হলে মোবাইল ছিল সুইচড অফ। কোকেনকাণ্ড নিয়েই এখন রাজনৈতিক তরজা চরমে।