মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে প্রতিবাদ। সেখানেই লাঠিচার্জ চলে পুলিশের। সেই নিয়েই তীব্র প্রতিক্রিয়া সায়ন্তন বসুর। এই ঘটনা নিয়ে তিনি আরও নানান মন্তব্য করেন। তিনি জানান, বিজেপির দক্ষিণ কলকাতা শাখায় আয়োজিত মিছিল ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ। শ্রী কৈলাস বিজয়বর্গীয় মিছিলের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি বলেন, বাংলায় শাড়ি পরা হিটলারের রাজত্ব চলছে। পুলিশ বাম-কংগ্রেসের বনধকে সমর্থন করছে। অন্যদিকে বিজেপির মিছিলের ওপর লাঠিচার্জ করছে। তিনি বলেন এই সমস্ত গণতান্ত্রিকতা -কে নষ্ট করছে।