নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতাতেও বিক্ষোভের আগুন। এ দিন দুপুরে পার্ক সার্কাস সেভেন পয়েন্টস ক্রসিংয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েক হাজার মানুষ। রাস্তায় টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা নাগরিকত্ব আইন মানছেন না। বিক্ষোভকারীরা হাতে জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা নিয়েও বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যানজটে আটকে নাজেহাল হন সাধারণ মানুষ। এ দিন নমাজ পাঠের পরে টিপু সুলতান মসজিদ থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল হয়। নাখোদা মসজিদেও নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।