শনিবার সকাল থেকেই সরস্বতী পুজোয় মেতেছে বঙ্গ। সরস্বতী পুজো উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘ-এ ছিল বিশেষ আয়োজন। বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রনব ছাত্রাবাসে পুজোর আয়োজন হয়। সঙ্ঘের মহারাজরাও সেখানে মা সরস্বতীর কাছে পুস্পাঞ্জলি দেন।
শনিবার সকাল থেকেই সরস্বতী পুজোয় মেতেছে গোটা বাংলার মানুষ। সরস্বতী পুজো উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘ-এ ছিল বিশেষ আয়োজন। বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রনব ছাত্রাবাসে পুজোর আয়োজন হয়। সঙ্ঘের মহারাজরাও সেখানে মা সরস্বতীর কাছে পুস্পাঞ্জলি দেন। বাগদেবীর সামনে হাতেখড়িও হয় সেখানে। পুজোর পরে ভক্তদের জন্যে প্রসাদ বিতরণের আয়োজনও ছিল সেখানে। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে প্রনব ছাত্রাবাসে মহা সমারোহে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। দূর দুরান্ত থেকে বহু মানুষ, ছাত্রছাত্রীরাও পুজোয় অংশ নেন। বহুদিন ধরেই সেখানে পুজো হয়ে আসছে। সঙ্ঘের মহারাজরা সমবেত ভাবে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেন। সেখানে পুষ্পাঞ্জলি দেন সাধারন মানুষও। পুজোর পরে সেখানে আগত সমস্ত ভক্তদের জন্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। পুজো পরিচালনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। দেবীর কাছে পুজো করেন স্বামী বিমুক্তা নন্দ মহারাজ।