সপ্তাহান্তে ফের বৃষ্টি বঙ্গে। পূর্বাভাস মতোই শুক্রবার সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই। শুধু মাত্র তিনটি জেলা বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি।
সপ্তাহান্তে ফের বৃষ্টি বঙ্গে। পূর্বাভাস মতোই শুক্রবার সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। বঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিও হয়। সরস্বতী পুজোর আগে এমন বৃষ্টিতে মাথায় হাত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই। শুধু মাত্র তিনটি জেলা বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি জারি থাকবে ৫ তারিখ অর্থাৎ কালকেও বৃষ্টি হবে উত্তর বঙ্গে। এবং উত্তরবঙ্গের ওপরের যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবং নিচের তিন জেলা তুই দিনাজপুর এবং মালদা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৬ তারিখ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। এবং আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে অর্থাৎ যে তাপমাত্রাটা বেড়েছিল সেটা কমবে।