শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের বিকাশ ভবন অভিযান। চুক্তিভিত্তিক শিক্ষকরা এই অভিযান করেন। সুনির্দিষ্ট বেতন ও পেনশনের দাবি সহ একাধিক দাবি তুলে অভিযান করেন তাঁরা। পুলিশের অনুমতি ছাড়াই চলছিল এই অভিযান। তাতেই বাধা দেয় পুলিশ। আর এই অভিযান ঘিরেই ধুন্ধুমার করুণাময়ীতে। তাদের সেখান থেকে আটক করে পুলিশ। মোট ১৩ টি সংগঠনের একত্রিত হয়ে এই সংগঠন তৈরি হয়েছে। জানুয়রিতে এরা একাধিক কর্মসূচিও করেন। সেখানেও বাধা পেয়েছেন তারা। তাঁদের হাইকোর্টে মামলাও চলছে। এবার তারাই আরও একবার তাঁদেরই অভিযান।