মাথা গোঁজার ছাদ নেই, রাস্তাতেই দিন কাটে। এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। শীতে সেই সব মানুষদের রাস্তার ধারে ঠান্ডায় কাঁপতে দেখা যায়। খাবার জোটেনা এমনকি উপযুক্ত পোশাকও নেই তাদের। আর সেইসব মানুষের পাশেই এবার দাঁড়াল এক স্বেচ্ছাসেবী সংস্থা। গরম পোশাক থেকে খাবার, তুলে দিলেন তাদের হাতে। এর আগেও এমন ছবি বহুবার দেখা গিয়েছে এই সমস্ত মানুষদের আগেও অনেকেই সাহায্য করেছেন। এবার তাদের পাশে দাঁড়াল দ্যা মিলন স্মাইল চ্যারিটেবল ট্রাস্ট। তাদের উদ্যোগেই এই সমস্ত মানুষদের হাতে তুলে দেওয়া হল গরমোর পোশাক ও খাবার।