শিলচর ত্রিবান্দ্রম এক্সপ্রেসের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গেল ভয়াবহ আগুনে।
শিলচর ত্রিবান্দ্রম এক্সপ্রেসের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গেল ভয়াবহ আগুনে। এদিন সকালবেলা শিলচর স্টেশনে অপেক্ষমান মানুষ দেখতে পেয়ে হঠাৎ এই ট্রেন থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে খবর দেওয়া হয় রেলকর্তৃপক্ষকে। ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ এবং দমকলবাহিনী। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে আগুন লেগেছিল প্যান্ট্রিকার সংলগ্ন স্লিপার কামরায়। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে অন্য দুটি কামরায়।