চিনের বিনিয়োগ রয়েছে দেশের অন্যতম বৃহত্তম অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটোয়। এই তথ্য সামনে আসার পর থেকেই কলকাতায় জোমাটোর ডেলিভারি বয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যার বহিঃপ্রকাশ ঘটল শনিবার। বেহালায় ডায়মন্ড হারবার রোডের উপরে জোমাটোর অসংখ্য ডেলিভারি তাদেপ অফিসিয়াল ইউনিফর্মে আগুন লাগিয়ে দেন। এরপর তারা জোমাটোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভকারীরা জানান, গালওয়ানে চিনের হানাদার ফৌজের অনুপ্রবেশে ২০ জন বীর সেনানি শহিদ হয়েছেন। চিন একদিকে সীমান্ত পেরিয়ে সমানে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে এবং নির্বিচারে ভারতীয় সেনা জওয়ানদের হত্যা করছে। আবার উল্টোদিকে বিভিন্ন সংস্থার মাধ্যমে ভারতীয় বাজারে ঢুকে অর্থ উপার্জন করে মুনাফা লুঠে নিয়ে চিনে চলে যাচ্ছে। একজন ভারতীয় এবং দেশপ্রেমিক হিসাবে চিনের এই আগ্রাসন কোনওমতেই তাঁরা মেনে নিচ্ছেন না বলে জানান বিক্ষোভকারীরা। দেশের বীর সেনাদের জীবনের বলিদানকে সম্মান জানাতে তাঁরা ঠিক করেছেন চিনের বিনিয়োগ করার সংস্থায় চাকরি .করবেন না। এটা নৈতিকতাক প্রশ্ন। এমনকী বিক্ষোভকারীরা ঘটনাস্থলে উপস্থিত মানুযের কাছে জোমাটো থেকে খাবার অর্ডার না করার আর্জি জানান। বিক্ষোভকারীরা জানান ইউনিফর্ম পুড়িয়ে এভাবে অন্তত ৬৫ জন ডেলিভারি বয় জোমাটোর কাজ ছেড়ে দিয়েছে। সূত্রের খবর কলকাতা শহরে চিনের হামলার ইস্যুতে জোমাটো থেকে অন্তত ১৬৫ জন পদত্যাগ করেছেন।