নারদা কাণ্ডে গ্রেফতারির পরে মুখ খুলেই বিস্ফোরণ ঘটালেন আইপিএস অফিসার এবং প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জা। এ দিন কলকাতায় বিশেষ সিবিআই আদালত থেকে বেরনোর সময় ধৃত পুলিশকর্তা বলেন, 'সাড়ে তিন বছর ধরে অনেক কিছু মনের মধ্যে অনেক কিছু চেপে রাখা ছিল। মানুষ আমাকে ভুল ভেবেছে। কিন্তু যাঁরা আমাকে চেনেন, আমার সহকর্মী, তাঁরা জানেন আমি কী ধরনের মানুষ। গত দু' তিন দিনে নিজেকে অনেক হাল্কা লাগছে। সব সত্যি কথা বলেছে, গোটাটাই ভিডিওগ্রাফ হয়েছে। বাদ বাকি তদন্ত চলছে, আইন আইনের পথে চলবে। কী হবে, আপনারা সব জেনে যাবেন।'
সিবিআই সূত্রের দাবি, মির্জার হাত থেকেই নারদা কাণ্ডে নগদ গিয়েছিল মুকুল রায়ের হাতে। প্রাক্তন পুলিশকর্তার এ হেন দাবির উপরে ভিত্তি করেই রবিবার মুকুল রায়ের ফ্ল্যাটে গিয়ে মির্জাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই। ফলে 'সত্যি কথা বলেছি' বলে মির্জার দাবিতে নারদা কাণ্ডে বাকি অভিযুক্তদের উপরে যে চাপ আরও বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।