শুক্ল পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধোনায় মেতেছিল গোটা বাংলা। সকলের ঘরে ঘরে আয়োজন হয়েছিল পুজোর, বাদ যায়নি তারকারাও। তেমনই অন্য বছরের মত এবছরও সরস্বতী পুজোর আয়োজন হয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও। সেখানে ছিলেন সৌরভ ও সানাও। তবে করোনা আবহে অন্যবারের তুলনায় এবার অনেকেই আসেননি। পুজোর আয়োজন তবে ছিল অন্যান্য বছরের মতই। পুজোর মাঝেই দাদা জানালেন তিনি এখন একেবারে ফিট।