দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। দীপাবলি যেতে না যেতেই ছট পুজো এসে হাজির। ছট পুজোয় (Chhath Puja) মেতেছে এখন গোটা দেশের মানুষ। ছট পুজো জলাধারে গিয়ে হয়ে থাকে, সেই কারণেই প্রতি বছরই গঙ্গার ঘাট থেকে জলাধার গুলিতে বিশেষ ব্যবস্থা থাকে। দূষণ রুখতে তবে এবার বন্ধ রবীন্দ্র সরোবর। প্রতি বছরই সেখানে প্রচুর মানুষ ভিড় জমান তবে এবার দূষণ রুখতে বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর। ছট পুজোর জন্য তবে কলকাতায় ১৩২ টি ঘাট তৈরি রয়েছে, ছট পুজোর আগে ঘাট পরিদর্শনে এমনটাই জানালেন ফিরহাদ হাকিম। এছাড়াও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানালেন ফিরহাদ। ছট পুজোয় তবে রবীন্দ্র সরোবর যেতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। প্রতিটি ঘাটে থাকছে বিশেষ ব্যবস্থা। করোনার কথা মাথায় রেখে দূরত্ব বজায় রেখে ছট পুজোর কথা বললেন ফিরহাদ। এছাড়াও মহিলাদের জন্য প্রতিটি ঘাটে থাকছে লেডিস চেঞ্জিং রুম (Changing room)।
দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। দীপাবলি যেতে না যেতেই ছট পুজো এসে হাজির। ছট পুজোয় (Chhath Puja) মেতেছে এখন গোটা দেশের মানুষ। ছট পুজো জলাধারে গিয়ে হয়ে থাকে, সেই কারণেই প্রতি বছরই গঙ্গার ঘাট থেকে জলাধার গুলিতে বিশেষ ব্যবস্থা থাকে। দূষণ রুখতে তবে এবার বন্ধ রবীন্দ্র সরোবর। প্রতি বছরই সেখানে প্রচুর মানুষ ভিড় জমান তবে এবার দূষণ রুখতে বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর। ছট পুজোর জন্য তবে কলকাতায় ১৩২ টি ঘাট তৈরি রয়েছে, ছট পুজোর আগে ঘাট পরিদর্শনে এমনটাই জানালেন ফিরহাদ হাকিম। এছাড়াও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানালেন ফিরহাদ। ছট পুজোয় তবে রবীন্দ্র সরোবর যেতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। প্রতিটি ঘাটে থাকছে বিশেষ ব্যবস্থা। করোনার কথা মাথায় রেখে দূরত্ব বজায় রেখে ছট পুজোর কথা বললেন ফিরহাদ। এছাড়াও মহিলাদের জন্য প্রতিটি ঘাটে থাকছে লেডিস চেঞ্জিং রুম (Changing room)।