'বড় মনের মানুষ।' রাজ্যপাল জগদীপ ধানকড়কে দরাজ সার্টিফিকেট দিলেন বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যপাল হয়ে বাংলার এসেছে, বেশিদিন হয়নি। কিন্তু এরইমধ্যে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধানকড়ের মতপার্থক্য প্রকাশ্যে চলে এসেছে। এমনকী, ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানকে। এই আবহেও নিজের বাড়ির কালীপুজো রাজ্য়পাল জগদীপ ধানকড়কে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল কী যাবেন? কৌতুহল ছিল রাজনৈতিক মহলে। সব জল্পনা অবসান ঘটিয়ে রবিবার সস্ত্রীক কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান রাজ্যপাল। তাঁকে যথোচিত সম্মান দিয়ে অ্যাপায়ণ করেন মুখ্যমন্ত্রীও। পুজো মণ্ডপে রাজ্যপাল ও মখ্যমন্ত্রী পাশাপাশি বসে থাকতে দেখা যায়। রাজ্যপাল জগদীপ ধানকড়ের এই ভূমিকার প্রশংসা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, এমনটাই হওয়া উচিত।