এবার রাজ্য সরকারের দপ্তরে ইন্টার্নশিপ করতে পারবে স্নাতকডিগ্রিধারীরা। আর এর জন্য প্রচিবছর ৬ হাজার ইন্টার্ন নেবে রাজ্য সরকার। সোমবার নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, স্নাতকে ৬০ শতাংশ নম্বর থাকলেই এই ইন্টার্নশিপে সুযোগ মিলবে। সর্বাধিক ৪০ বছর পর্যন্ত বয়সীরা এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
এবার রাজ্য সরকারের দপ্তরে ইন্টার্নশিপ করতে পারবে স্নাতকডিগ্রিধারীরা। আর এর জন্য প্রচিবছর ৬ হাজার ইন্টার্ন নেবে রাজ্য সরকার। সোমবার নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, স্নাতকে ৬০ শতাংশ নম্বর থাকলেই এই ইন্টার্নশিপে সুযোগ মিলবে। সর্বাধিক ৪০ বছর পর্যন্ত বয়সীরা এই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এই ইন্টার্নদের রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সম্পর্কে অবগত করা হবে এবং কীভাবে আরও সফলভাবে এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে মূলত এই ইন্টার্নরা কাজ করবে। ৬ মাসের ইন্টার্নশিপের স্টাইপেন্ড দেওয়া হবে ৫ হাজার টাকা করে। এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্নশিপের শেষে মিলবে সার্টিফিকেট। এই সার্টিফিকেট পরবর্তীকালে সরকারি চাকরির ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার দেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী এই সার্টিফিকেট নিয়ে আন্তর্জাতিকস্তরেও কর্মসংস্থানে নাকি ভালো সুবিধা পাবেন এই প্রকল্পের আওতায় ইন্টার্নশিপ করা ছাত্ররা। সেভাবেই এই ইন্টার্নশিপ প্রোগামকে সাজানো হয়েছেও বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে একটা চমক তৈরি করেছিলেন। বিধানসভা নির্বাচনের আগে ছাত্র-ছাত্রীদের ট্যাব কিনতে অর্থ সাহায্য দিয়েছিলেন। এবার সেই তালিকায় স্টুডেন্টস ইন্টার্নশিপ। যদিও, এই প্রকল্পকে ঘিরে বেশকিছু প্রশ্ন অবধারিতভাবে বিতর্ক তৈরি করতে চলেছে বলেও অনেকে মনে করছেন।