আর কয়েক ঘণ্টার পরেই শহরে পা রাখবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের বিরুদ্ধে কলকাতায় পথে নামলেন পড়ুয়ারা। বিক্ষোভ চলল বিভিন্ন জায়গায়। সকালে কলেজ স্কোয়ারের সামনে জমায়েত করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা, পোড়ানো হয় মোদী কুশপুতুল। যাদবপুরে 'গো-ব্যাক মোদী' লেখা ফ্লেক্স নিয়ে মিছিল করেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। হাওড়া স্টেশনের কাছে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ জানান সিপিএম-এর সদস্যরা।