কালীপুজোর আগে বৃষ্টি যেন থামতে চাইছে না! শুক্রবারও সকাল থেকে নাগাড়ে বৃষ্টিতে ভিজছে কলকাতা। তাপমাত্রা পারদও নেমে গিয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে, বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা পারদ নিম্মগামী হয়েছে। এরসঙ্গে শীতের কোনও সম্পর্ক নেই। বৃষ্টির কমলেই ফের তাপমাত্রা বাড়বে। স্রেফ কলকাতাই নয়, গত ২৪ ঘণ্টাই বৃষ্টিতে ভিজেছে গোটা দক্ষিণবঙ্গ। রাতের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে আবহাওয়া উন্নতি হবে। রবিবার, কালীপুজোর দিন, আকাশ পরিষ্কারই থাকবে। অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।