উত্তরবঙ্গে স্বস্তির খবর দিলেও দক্ষিণবঙ্গের মানুষের ভোগান্তি আরও বাড়বে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও আর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার ফলে উত্তরবঙ্গে ৫ টি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। এমনকী ভারী বৃষ্টির সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস।
তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গরম থাকবে ও আদ্রর্তা জনিত অস্বস্তি একই রকম থাকবে বলে জানিয়েছে। বরং আজকের থেকে ১ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত বর্ষা নিয়েও দুঃসংবাদ রয়েছে। সূত্রের খবর, বর্ষা আসতে বেশ কিছুটা সময় লাগবে। কেরালাতে ১ জুনের বদলে ৬ তারিখ বর্ষা ঢুকবে জানিয়েছে মৌসম ভবন।