উত্তরবঙ্গে বৃষ্টি! দক্ষিণবঙ্গের জন্য খারাপ খপর দিল হাওয়া অফিস

swaralipi dasgupta | undefined | May 28 2019, 08:25 PM IST
  • দক্ষিণবঙ্গে এই মুহূর্তেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
  • গরম থাকবে ও আদ্রর্তা জনিত অস্বস্তি একই রকম থাকবে বলে জানিয়েছে। 

উত্তরবঙ্গে স্বস্তির খবর দিলেও দক্ষিণবঙ্গের মানুষের ভোগান্তি আরও বাড়বে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।  আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও আর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার ফলে উত্তরবঙ্গে ৫ টি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। এমনকী ভারী বৃষ্টির সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস। 

তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গরম থাকবে ও আদ্রর্তা জনিত অস্বস্তি একই রকম থাকবে বলে জানিয়েছে। বরং আজকের থেকে ১ ডিগ্রি তাপমাত্রা আরও বাড়তে পারে।  বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত বর্ষা নিয়েও দুঃসংবাদ রয়েছে। সূত্রের খবর, বর্ষা আসতে বেশ কিছুটা সময় লাগবে। কেরালাতে ১ জুনের বদলে ৬ তারিখ বর্ষা ঢুকবে জানিয়েছে মৌসম ভবন।  
 

03:11অগ্নিমিত্রাকে 'বেহায়া-নির্লজ্জ' আখ্যা কুণাল ঘোষের, পাল্টা হাইকোর্টের দ্বারস্থ অগ্নিমিত্রা পাল02:52মাদ্রাসা নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে একহাত নিলেন নওশাদ সিদ্দিকী, দেখুন পাল্টা কী বললেন তিনি05:26"ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না" তৃণমূলকে কেন এমন বললেন শুভেন্দু03:40"যে ধরবে মমতার হাত সে খাবে জেলের ভাত" চরম কটাক্ষ সৌম্য আইচ রায়ের | Soumya Aich on Mamata03:40Soumya Aich Roy : "যে ধরবে মমতার হাত সে খাবে জেলের ভাত" চরম কটাক্ষ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের03:39Narkeldanga Fire : নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ৩০টি বাড়ি10:52ম্যাডাম বাজেটে বাংলা বঞ্চিত কেন? নির্মলা সীতারমনের সামনে গর্জে উঠলেন অভিষেক06:41পায়ে কড়া এবং শিকল বেঁধে ভারতীয়দের ফিরত আমেরিকার, প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের05:19মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়, দেখুন কী বলছেন16:52'বাংলায় ৫০ হাজার কোটি বিনিয়োগ করব' প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি