আলিপুর চিড়িয়াখানার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। চিড়িয়াখানার হেড ক্লার্কের বিরুদ্ধে অশালীন মন্তব্যর অভিযোগ। মদ্যপ অবস্থায় অশালীন আচরণের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই অভিযোগেই এদিন বিক্ষোভ চিড়িয়াখানার অস্থায়ী কর্মীদের।
আলিপুর চিড়িয়াখানার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। রাকেশ সিং-এর প্ররোচনায় মহিলাদের সঙ্গে আশালীন আচরণের অভিযোগ চিড়িয়াখানার হেড ক্লার্কের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাতে বিজেপী নেতা রাকেশ সিং ছাড়া পওয়ার পরে চিড়িয়াখানার হেড ক্লার্ক গৌরাঙ্গ চট্টরাজ দু'জন মহিলা কর্মিকে মদ্যপ অবস্থা়য় অশালীন মন্তব্য করেন এবং রাকেশ সিং-এর নাম নিয়ে হুমকি দেয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তারই প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখান চিড়িয়াখানার অস্থায়ী কর্মীরা। কর্মীদের দাবি রাকেশ সিং-এর অনুগত এই হেড ক্লার্ক, তাঁকে অপসারণ এবং ক্ষমা চাওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা। সেখানকারই এক বিক্ষোভকারী সাম্য বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে রাকেশ সিং এবং তাঁর দলবলরা তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন। মঙ্গলবার অভব্য আচরণ করেন চিড়িয়াখানার হেড ক্লার্ক। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান কর্মীরা। রাকেশ সিং ছাড়া পাওয়ার পরেই আবার এমন আচরণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান ওই সাম্য বন্দ্যোপাধ্যায়।