কলকাতা পোর্ট ট্রাস্টের অফিস বিল্ডিংয়ে আগুন। গার্ডেন রিফাইন তেল-এর গুদামে বিধ্বংসী আগুন। তেল মজুত রাখতেই ব্যবহার হত এই জায়গা। সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল দমকলের ১০ টি ইঞ্জিন।
কলকাতা পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) অফিস বিল্ডিংয়ে ভয়াবহ আগুন। এই বিল্ডিংয়ে তেল মজুত থাকত বলে জানা গিয়েছে। সেখানেই হঠাৎ আগুন লেগে যায়। সেখান থেকে আচমকাই ধোঁয়া বেড়তে শুরু করে। সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। গার্ডেন রিফাইন তেল-এর গুদামে বিধ্বংসী আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। দমকল (firebrigade) গিয়ে আগুন (fire incident) নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কীভাবে আগুন লেগেছে তার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, কলকাতা পোর্ট ট্রাস্টের একটি অফিস বিল্ডিংয়ে আগুন লাগে। এর এক অংশ ব্যবহার করা হয়, তবে বেশিরভাগটাই পরিত্যক্ত। এখানে তেল মজুদ থাকত। এই ঘটনায় হতাহতের এখনও কোনও খবর মেলেনি। ভেতরে কেউ আটকে নেই বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে যারা ভেতরে ছিল তাদের বার করে আনা হয়েছে।