শুক্রবার দিনভর যাদবপুর নিয়ে প্রতিবাদ মিছিল, পাল্টা মিছিলে সরগরম থাকল রাজপথ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র প্রোরচনাতেই যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছিল এবিভিপি, প্রেস বিবৃতিতে এমনটাই দাবি করছে এসএফআই। এই তাণ্ডবের প্রতিবাদে শুক্রবার দুপুরে ঢাকুরিয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করল সিপিএেমর ছাত্র সংগঠন।