শুক্রবার সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ হাইকোর্ট ইউনিটের একটি সেমিনার ছিল, সেখানে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলাম
প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার দৃশ্য দেখল কলকাতা প্রেস ক্লাব | একজন সাংসদ, অন্যজন প্রাক্তন আইপিএসের মধ্যে হয় তুমুল বাক বিতণ্ডা | তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলাম এদিন বাকবিতণ্ডায় জড়িয়ে পরে | শুক্রবার সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ হাইকোর্ট ইউনিটের একটি সেমিনার ছিল | এর সেখানেই নজরুল ইসলাম ডোমকলের একটি ভোট প্রক্রিয়ায় শাসকদলের বাধাদানের অভিযোগ তুললে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেজাজ হারান | চেয়ার ছেড়ে উঠে নজরুলের দিকে আঙুল নেড়ে সুর চড়ান তিনি | পরিস্থিতি অপ্রীতিকর বুঝে এগিয়ে আসেন উদ্যোক্তারা |