কয়লা কান্ডে চলছে এখন জেরা। রবিবার অভিযেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা দেয়। এর পরেইঅভিষেক বন্দ্যোপাথধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকেও জেরা করে সিবিআই। এবার সেই একই কারণে অভিষেকের পর ব্যবসায়ীর বাড়িতে সিবিআই। রণবীর বানয়াল -এর বাড়িতে সিবিআই হানা। বাঁশদ্রণীতে তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। ব্যবসায়ীর অফিসেও তল্লাশি চালায় সিবিআই। শুক্রবার সকালে ছবিটা ছিল এমনই।