কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার দেরিতে। করোনার জেরেই পিছিয়েছে এবার বইমেলা। জুলাইয়ে হবে এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা, এমনাই শোনা যাচ্ছে। আর তার আগেই এবার দক্ষিণ কলকাতায় বইমেলা। এই প্রথম সেখানে বইমেলার আয়োজন। 'একুশের বই। উৎসব' নামে হচ্ছে এই বইমেলা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। বইমেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। তালতলার মাঠে হবে 'একুশের বই উৎসব'। ৬০ থেকে ৬৫ টি স্টল থাকবে এবারের বই মেলায়। এবছরের বইমেলার ওপরই নির্ভর করছে আগামী বছর বইমেলা হবে কি না।