বিজেপি-র নয়া কমিটি গঠনের তিন দিনের মাথায় শনিবার দলীয় বিধায়কদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন পাঁচ মতুয়া বিধায়ক। এই ঘটনার জেরে প্রকাশ্যে চলে আসে দলের অন্দরের মতুয়া-ক্ষোভ। 'মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তাই পাঁচ বিধায়ক গ্রুপ ছাড়লেন,তাদেরকে স্বাগত তৃণমূল' বললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বিজেপি-র নয়া কমিটি গঠনের তিন দিনের মাথায় শনিবার দলীয় বিধায়কদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন পাঁচ মতুয়া বিধায়ক। এই ঘটনার জেরে প্রকাশ্যে চলে আসে দলের অন্দরের মতুয়া-ক্ষোভ। 'মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তাই পাঁচ বিধায়ক গ্রুপ ছাড়লেন,তাদেরকে স্বাগত তৃণমূল' বললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সন্ধ্যা নাগাদ অশোকনগর নাট্য উৎসবে যোগদান করেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) এবং রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঁচ বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মতুয়াদের তৃণমূলে আসার আহ্বান জানিয়ে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি আরও হারবে। এই ঘটনা নিয়েই এখন উত্তাল রাজ্য রাজনীতি। অন্যদিকে এদিন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ অবশ্য এনিয়ে কোনও মন্তব্য করেননি।