বুধবার সকালে ভয়াবহ আগুন লাগে সল্টলেকের একটি পুজো মণ্ডপে। প্রতিমা তখন মন্ডপের মধ্যেই। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তবুও শেষ রক্ষা হয়নি। আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুজো মন্ডপ। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিমাও। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, বুধবার দিনই ঠাকুর ভাসানের কথা ছিল। দশমীর পরের দিন একাদশী এবং মঙ্গলবার হওয়ার কারণে প্রতিমা নিরঞ্জন করা হয়নি বলে জানিয়েছে পুজো তারা। আর তার আগেই এমন ঘটনা ঘটে যাওয়ায় হতবাক এলাকার মানুষরাও। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে এই আগুন লাগিয়েছে। ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। ইতিমধ্যেই আগুন লাগার কারণ জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।