গঙ্গার নীচে পোর্ট ট্রাস্ট তৈরী করতে চলেছে পরিবহনের জন্য রাস্তা। প্রধানমন্ত্রী যে গতি শক্তি প্রোগ্রাম শুরু করেছেন তার মধ্যে ইন্টিগ্রেটেট ও সিমলেস কানেক্টিভিটি গড়ে তুলতে কলকাতা বন্দর ও নানাবিধ কর্মসূচী গ্রহন করেছে বলে জানালেন শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কলকাতার চেয়ারম্যান বিনিত কুমার।
গঙ্গার নীচে পোর্ট ট্রাস্ট তৈরী করতে চলেছে পরিবহনের জন্য রাস্তা। প্রধানমন্ত্রী যে গতি শক্তি প্রোগ্রাম শুরু করেছেন তার মধ্যে ইন্টিগ্রেটেট ও সিমলেস কানেক্টিভিটি গড়ে তুলতে কলকাতা বন্দর ও নানাবিধ কর্মসূচী গ্রহন করেছে বলে জানালেন শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কলকাতার চেয়ারম্যান বিনিত কুমার। সোমবার কলকাতার পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তারা ইতিমধ্যেই রেল ও রোড কানেক্টিভিটি বাড়ানোর জন্যে কাজ করছেন। এর সঙ্গে জলপথ যোগাযোগেও গতি আনতে কলকাতা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে বলাগড়ে একটি রিভার টার্মিনাল গড়ে তোলা হচ্ছে। সেখানে জেটি থাকবে, কার্গো থাকবে বলেও জানান তিনি। এখান থেকে কার্গো ও কন্টেনার বার্জের মাধ্যমে বলাগড় টার্মিনালে যাবে জলপথে৷ এর ফলে যেমন রাস্তার উপর চাপ কমবে তেমনি যানজট কমানো যাবে। এছাড়া প্রায় সাড়ে তেরোশো কোটি টাকা খরচ করে কলকাতা ও হলদিয়া বন্দরের ক্যাপাসিটি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।