বিক্রি হচ্ছিল চিতা বাঘের চামড়া
সেখান থেকেই উদ্ধার হল বাঘের চামড়া
উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো
এক নজরে দেখে নিন সেই ভিডিও
উদ্ধার হল চিতা বাঘের চামড়া। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো -এর উদ্যেগে উদ্ধার হয়েছে এই চামড়া। সূত্রের খবর, এই চামড়া বিক্রির খবর পেয়ে যায় তারা। খবর পেয়েই ক্রেতা সেজে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে তারা। ১০ লক্ষ টাকার বিনিময়ে এই চামড়া বিক্রির কথা হয়। সেই মতই সোমবার চামড়া কিনতে এসে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো হাতেনাতে ধরে ফেলে ওই বিক্রেতাদের। এর পর তাদের কাছ থেকে চামড়টি উদ্ধার হয়। জানাগিয়েছে ওই দু'জনেই টালিগঞ্জ এলাকার বাসিন্দা এবং পেশায় গাড়ি চালক। পরে তাদের সল্টলেকের বন দফতরের অফিসে নিয়ে আসা হয়।