কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক জায়গায় এবার কৈলাস বিরোধী পোস্টার। 'টিএমসি সেটিং মাস্টার' বলতেও দেখা গেল কৈলাস বিজয়বর্গীয়কে। এবার এমনই পোস্টার দেখা গেল খোদ কলকাতার বুকে। গো ব্যাক স্লোগানও জুড়েছে সেই পোস্টারে। তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনও জানা যায়নি। এই পোস্টার নিয়েই এখন রাজনৈতির মহলে রীতিমতন চর্চা শুরু হয়েছে।