TMC protest: বিজেপি বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় বসে তৃণমূলের প্রতিবাদ

সায়নী ঘোষ গ্রেফতার হওয়ার পরই জেলায় জেলায় শুরু হয় তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতিবাদ। সোমবার কলকাতায় বিজেপির কার্যালয়ের সামনেও চলে প্রতিবাদ। সোমবারের পর মঙ্গলবারেও দেখা গেল সেই একই ছবি।

সায়নী ঘোষ গ্রেফতার হওয়ার পরই জেলায় জেলায় শুরু হয় তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতিবাদ। সোমবার কলকাতায় বিজেপির কার্যালয়ের সামনেও চলে প্রতিবাদ। পরে ছেড়ে দেওয়া হয় সায়নী ঘোষকে। তাঁকে ছেড়ে দেওয়া হলেও সোমবারের পর মঙ্গলবারেও দেখা গেল সেই একই ছবি। সোমবার সকাল সন্ধ্যা দুবার বিজেপির রাজ্য দফতরের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী এবং সমর্থকরা। সেই একই ছবি দেখা গেল মঙ্গলবারেও। মঙ্গলবার সকাল থেকেই সেই একই ছবি ধরা পড়ল। মঙ্গলবার সকাল বারোটা নাগাদ বেশকিছু তৃণমূল কর্মী মাথায় লাল রঙের ফেটি কালো পোশাক পরে বিক্ষোবে সামিল হয়। বিজেপি রাজ্য দপ্তরে আগে থেকেই পুলিশ থাকায় তাদেরকে সেন্ট্রাল এভিনিউ থেকে পুলিশ সরিয়ে দেয়। সেখানেই তারা রাস্তায় বসে পড়ে এবং বিভিন্ন বিজেপি বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

11:10'প্রয়োজনে বাংলাদেশের উপর শক্তি প্রয়োগ করা উচিত' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh07:32'তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা চলছে, কেন্দ্র-রাজ্যের সেটিং' বোমা ফাটালেন Dr Subarna Goswami | RG Kar02:09Kolkata Fire: ইএম বাইপাসের ধারে আরুপোতায় গাড়ির গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি03:08'এই সরকার আর ১০ মাস, বাংলায় বিজেপি আসছে' বিরাট দাবী শুভেন্দুর | Suvendu Adhikari | BJP | TMC |03:11অগ্নিমিত্রাকে 'বেহায়া-নির্লজ্জ' আখ্যা কুণাল ঘোষের, পাল্টা হাইকোর্টের দ্বারস্থ অগ্নিমিত্রা পাল02:52মাদ্রাসা নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে একহাত নিলেন নওশাদ সিদ্দিকী, দেখুন পাল্টা কী বললেন তিনি05:26"ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না" তৃণমূলকে কেন এমন বললেন শুভেন্দু03:40"যে ধরবে মমতার হাত সে খাবে জেলের ভাত" চরম কটাক্ষ সৌম্য আইচ রায়ের | Soumya Aich on Mamata03:40Soumya Aich Roy : "যে ধরবে মমতার হাত সে খাবে জেলের ভাত" চরম কটাক্ষ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের03:39Narkeldanga Fire : নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ৩০টি বাড়ি