নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি এবং যাত্রী ভর্তি বাসের পিছনে ধাক্কা মারল বালি বোঝাই একটি লরি। লরির ধাক্কা খেয়ে বাসটি গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারের পিছনে। রবিবার দুপুরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটল না নিউ টাউনে। ঘটনায় স্কুটার চালক- সহ কয়েকজন বাস যাত্রী অল্প আহত হয়েছেন। ঘাতক লরিটির চালক পলাতক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুর দেড়টা নাগাদ ইকো স্পেস-এর দিক থেকে ইউনিটেকের দিকে আসার সময় একটি দ্রুত গতির বালি বোঝাই লরি প্রথমে একটি গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। তার পরে আন্দুল থেকে নিউটাউন গামী একটি বাসের পিছনে ধাক্কা মেরে ডিভাইডারের উপরে উঠে যায় লরিটি। লরির ধাক্কা খেয়ে বাসটি যে স্কুটারে ধাক্কা মারে, সেটির চালক আহত হন। একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ।