কাকুলিয়া জোড়া খুন কান্ডে আটক আরও ২। শুক্রবার ভোরে সুন্দরবন পুলিশ ২ জনকে আটক করে। বুড়োবুড়ি তট এলাকা থেকে আটক করা হয় তাঁদের। ধৃতরা হল জাহির গাজী ও বাপি মন্ডল। সূত্রের খবর, খুনের পরে বুড়োবুড়ির তট এলাকায় গা ঢাকা তারা। এই দু'জন ভিকির সঙ্গী বলে প্রাথমিক অনুমান পুলিশের। এর আগে মিঠু হালদারকে গ্রেফতার করে পুলিশ। এখনও অধরা এই ঘটনার মূল অভিযুক্ত ভিকি হালদার। ভিকি হালদারের খোঁজ চালাচ্ছে এখন পুলিশ।
কাকুলিয়া জোড়া খুন কান্ডে আটক আরও ২। শুক্রবার ভোরে সুন্দরবন পুলিশ ২ জনকে আটক করে। বুড়োবুড়ি তট এলাকা থেকে আটক করা হয় তাঁদের। ধৃতরা হল জাহির গাজী ও বাপি মন্ডল। সূত্রের খবর, খুনের পরে বুড়োবুড়ির তট এলাকায় গা ঢাকা তারা। এই দু'জন ভিকির সঙ্গী বলে প্রাথমিক অনুমান পুলিশের। এর আগে মিঠু হালদারকে গ্রেফতার করে পুলিশ। এখনও অধরা এই ঘটনার মূল অভিযুক্ত ভিকি হালদার। ভিকি হালদারের খোঁজ চালাচ্ছে এখন পুলিশ।