বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। ব্রিজ থেকে ট্যাঙ্কার উল্টে পড়ে ফোর্ট উইলিয়ামের ক্যাম্পাসে। ঘটনায় গুরুতর জখম হন ট্যাঙ্কারের চালক এবং খালাসি। তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত, সাঁতরাগাছির দিক থেকে খিদিরপুরে যাচ্ছিল ট্রাক্টারটি। যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।