অবশেষে শেষ হল এনআরএস হাসপাতালের বহু প্রতীক্ষিত জেনারেল বডি মিটিং। মিটিং চলাকালে অনেকেই মনে করছিলেন মুখ্যমন্ত্রীর কথা মেনে নেবেন চিকিৎসকেরা। বৈঠক হবে রাজভবনে। কিন্তু সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে এনআরএস-এর জুনিয়র ডাক্তারদের ফোরাম জানিয়ে দিল , বন্ধ ঘরে কোনও আলোচনা সম্ভব নয়।
এনআরএস-এর ছাত্রদের তরফ থেকে এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে-
১ মাননীয়ার প্রেস বৈঠকের পরে আমরা মিটিং-এ যে কথা গুলি তুলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি তা জানাতেই এই বিবৃতি।২ গতকাল মাননীয়ার প্রেস বিবৃতি ছিল বিভ্রান্তিমূলক।
৩ আমরা চাই প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধি ও মিডিয়ার উপস্থিতিতে বৈঠক হোক।
৪ আমরা চাই মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানে এগিয়ে আসুন। বন্ধ ঘরে বৈঠক স্বচ্ছ হবে না।
৫ রাজ্যের স্বাস্থ্যের স্বার্থে আমরা এই আলোচনার ব্যাপারে আমরা আশাবাদী। ৬ আমরা চাই তাড়াতাড়ি জনসাধারণের জন্যেই সমাধান আনুন মুখ্যমন্ত্রী। আমরা কাজে ফিরতে বদ্ধপরিকর।
৭ আমরা চাই এই স্থান মুখ্যমন্ত্রী নিজেই বেছে নিন।