টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা (Waterlogged Kolkata)। জলমগ্ন হয়ে পড়েছে ভবানীপুরও (Bhawanipur)। আর সেখানেই রাত পোহালে ভোট। আর তাই নিয়েই এবার ববি হাকিমকে কটাক্ষ সজল ঘোষ-এর (Sajal Ghosh)। রাত পোহালেই ভোট রয়েছে ভবানীপুরে। 'জল জমে থাকলে ভোট কী করে দেবো', কটাক্ষ করে এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সজল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'ববি ভাই ক্যায়সে ভোট দেগা হাম লোগ'। তাঁর ভিডিও পোস্ট হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা (Waterlogged Kolkata)। জলমগ্ন হয়ে পড়েছে ভবানীপুরও (Bhawanipur)। আর সেখানেই রাত পোহালে ভোট। আর তাই নিয়েই এবার ববি হাকিমকে কটাক্ষ সজল ঘোষ-এর (Sajal Ghosh)। রাত পোহালেই ভোট রয়েছে ভবানীপুরে। 'জল জমে থাকলে ভোট কী করে দেবো', কটাক্ষ করে এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সজল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'ববি ভাই ক্যায়সে ভোট দেগা হাম লোগ'। তাঁর ভিডিও পোস্ট হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।