হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা-থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে সময়ের আগেই ঢুকল বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা-থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে সময়ের আগেই ঢুকল বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষার প্রভাবে প্রবল বর্ষণ উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতায়। স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী। তব এবার স্বস্তি ফিরতে চলেছে কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে।বর্ষার প্রভাবে আগামী ৫ দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই।