প্রতিক্রিয়া নয়, অযোধ্যা মামলার রায় ঘোষণার পর শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধানকড়। রাজ্যপাল বলেন, 'শেষপর্যন্ত অযোধ্যা মামলার নিষ্পত্তি হল, তাতেই আমি খুশি। দেশের শীর্ষ আদালত রায়ে সকলেই খোলামনে মেনে উচিত। এই রায় কারও জয় বা পরাজয় নয়। আদালতের নির্দেশ কার্যকর করা নাগরিকদের সাংবিধানিক কর্তব্য। ' প্রসঙ্গত, অযোধ্যা মামলার রায় ঘোষণার পর সৌহার্দ্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।