করোনার জেরে কাজ হারিয়েছেন অনেকেই। কাজ হারিয়ে অর্থকষ্টের মধ্যে দিন কাটছে সেই সমস্ত মানুষদের। করোনার জেরে রিক্সাওয়ালাদেরও এখন ভাঁড়ারে টান। তাঁদের কাজ তেমন নেই বললেই চলে। দু'বেলা দুমুঠো খাবার জোগাড় করতেই তাই তাঁদের হিমশিম খেতে হচ্ছে। তাঁদের কথা ভেবেই এবার বিশেষ উদ্যোগ। হাতে রুটি বানিয়ে তাঁদের খাওয়াচ্ছেন একদল মহিলা। পালা করে চলছে তাঁদের রুটি তরকারি বানানো। সেই খাবারই তুলে দিচ্ছেন দরিদ্র রিক্সাওয়ালাদের হাতে।