ব্যবসায়ীর বাড়িতে অবাধ যাতায়াত। আর সেই সুযোগ নিয়েই নরেন্দ্রপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ছক কষেছিল বাইশ বছরের যুবতী দীপা মজুমদার। গত রবিবার গভীর রাতে নরেন্দ্রপুরের নেতাজি নগরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ছ' জনের একটি ডাকাত দল। গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ ৭০ হাজার টাকা, সোনা ও রুপোর গয়না লুঠ করে দুষ্কৃতীরা। ঘটনায় যুক্ত ছিল লালন নামে দীপার এক প্রেমিকও। যদিও, ঘটনার পর থেকেই সে পলাতক।
ঘটনার তদন্তে নেমে তিন বাংলাদেশি- সহ ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই দীপার নাম উঠে আসে। এ দিন সকালে নরেন্দ্রপুর থানার পুলিশ দীপাকে গ্রেফতার করে। যদিও, ধৃত যুবতীর অভিযোগ, তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে।