আসানসোল লোকসভা কেন্দ্রে ষাট হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হলেন বাবুল সুপ্রিয়। এই নিয়ে দ্বিতীয়বার তিনি আসানসোল থেকে সাংসদ নির্বাচিত হলেন। গত পাঁচ বছর ধরে আসানসোল শিল্পাঞ্চলে বাবুলের লড়াইটা যে সহজ ছিল তা নয়। তাঁর এমপি ল্য়াডের অর্থ দিয়ে হওয়া উন্নয়নের কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন বাবুল সুপ্রিয়। এমনকী, যখনও কোনও এলাকায় একজন সাংসদ হিসাবে জনসংযোগের চেষ্টা করেছেন সেখানেও পেয়েছেন বাধা। তাঁর রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তবু বাবুল থামেননি। ঠারে ঠারে লড়াই করে পাল্লা দিয়েছেন যাবতীয় প্রতিরোধের।
এবারের লোকসভা নির্বাচনে তাঁর নাম আসানসোলের প্রার্থী হিসাবে ঘোষণা হতেই নানা ধরনের বিরোধিতা ধেয়ে এসেছে তাঁকে লক্ষ করে। কিন্তু, রোদের মধ্যে বেরিয়েই সমানো প্রচার সেরেছেন। সাধারণ মানুষকে বুঝিয়েছেন কেন বিজেপি-কে ভোট দেওয়া উচিত। ২৩ মে ভোট গণনার ফলে তাই বাবুলের জয় তাঁর সুন্দর জনসংযোগের জন্য বলেই মনে করা হচ্ছে।