জনসমর্থনকে ভোটবক্সে সফলভাবেই নিয়ে গিয়েছে বিজেপি, বললেন রাজীব চন্দ্রশেখর

  • একান্ত সাক্ষাৎকারের মুখোমুখি রাজীব চন্দ্রশেখর 
  • ৩ বারের বিজেপি সাংসদ রাজীব চন্দ্রশেখর 
  • কর্ণাটক বিজেপি-র বিশিষ্ট নেতা তিনি 
  • দুর্নীতিহীন সরকার উপহার দেওয়াতেই দেশবাসী মোদীর প্রতি আস্থা পোষণ করেছেন বলে মনে করছেন রাজীব
     

সতেরোতম লোকসভা নির্বাচনে জনতা জনার্দন যে নরেন্দ্র মোদীর দিকেই ঝুঁকে ছিল তার ছবিটা ধরা পড়ে গিয়েছিল। যে ভাবে আম-আদমি মোদীর প্রতি আস্থা প্রকাশ করেছেন নির্বাচনী প্রচারে তাতে এই ঐতিহাসিক জয় নিশ্চিত ছিল। এমনই মন্তব্য করলেন কর্ণাটক বিজেপি-র বিশিষ্ট নেতা তথা রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর। লোকসভা নির্বাচনে বিজেপি-র ঐতিহাসিক জয় নিয়ে রাজীব চন্দ্রশেখরের মুখোমুখি হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মাইনেশন ডট কম-এর চিফ এডিটর অভিজিৎ মজুমদার। এই একান্ত সাক্ষাৎকারেই রাজীব চন্দ্রশেখর জানান, গত পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এক দুর্নীতিহীন সরকার দেশবাসীকে উপহার দিয়েছেন তাতেই সকলে আস্থা পোষণ করেছেন। 

রাজীব চন্দ্রশেখরের এই সাক্ষাৎকারের কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত সাক্ষাৎকার দেখতে লগ অন করুন mynation.com-এ।  
 

12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন02:12চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ভারত-বাংলাদেশ বর্ডারে, স্লোগান বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে