সতেরোতম লোকসভা নির্বাচনে জনতা জনার্দন যে নরেন্দ্র মোদীর দিকেই ঝুঁকে ছিল তার ছবিটা ধরা পড়ে গিয়েছিল। যে ভাবে আম-আদমি মোদীর প্রতি আস্থা প্রকাশ করেছেন নির্বাচনী প্রচারে তাতে এই ঐতিহাসিক জয় নিশ্চিত ছিল। এমনই মন্তব্য করলেন কর্ণাটক বিজেপি-র বিশিষ্ট নেতা তথা রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর। লোকসভা নির্বাচনে বিজেপি-র ঐতিহাসিক জয় নিয়ে রাজীব চন্দ্রশেখরের মুখোমুখি হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মাইনেশন ডট কম-এর চিফ এডিটর অভিজিৎ মজুমদার। এই একান্ত সাক্ষাৎকারেই রাজীব চন্দ্রশেখর জানান, গত পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এক দুর্নীতিহীন সরকার দেশবাসীকে উপহার দিয়েছেন তাতেই সকলে আস্থা পোষণ করেছেন।
রাজীব চন্দ্রশেখরের এই সাক্ষাৎকারের কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত সাক্ষাৎকার দেখতে লগ অন করুন mynation.com-এ।