রণক্ষেত্র কাঁকিনাড়া। ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনের দিন থেকেই হিংসা ছড়িয়েছে কাঁকিনাড়া ও তার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার কাঁকিনাড়ায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান মদন মিত্র। কিন্তু সেখানে গিয়েই দুষ্কৃতীদের বোমাবাজির মধ্যে পড়ে যান মদন মিত্র। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই সময়ই কাঁদানের গ্যাসের ফেটে যাওয়া শেলের খোল মদন মিত্রর মুখে গিয়ে আঘাত করে। এরপরই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। সাময়িকভাবে তিনি চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না। এই অবস্থাতেই তিনি অর্জুন সিং-কে এই হিংসার জন্য দায়ী করেন।
অন্যদিকে, অর্জুন সিং যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। উল্টে তাঁর দাবি, পুলিশ-প্রশাসনের মদত নিয়ে এলাকায় বহিরাগত দুষ্কৃতীদের ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাঁর অনুগামীরা উল্টে তণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত বলেও দাবি করেন অর্জুন। কাঁকিনাড়ার রণক্ষেত্র পরিস্থিতির জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করেন।