সকাল থেকেই ভোটদানে লাইন, বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়ল ৪৯.৭০%

  • সকাল ৭টা থেকেই দেশের ৭ রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে ভোটগ্রহণ
  •  লোকসভা নির্বাচনের এটাই শেষ দফা
  • এই দফায় মোট ৯টি আসনে ভোট গ্রহণ চলছে

১৯ মে ভোটগ্রহণের মধ্যে দিয়ে শেষ হচ্ছে ১৭ তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আর এই শেষ দফায় ভোটগ্রহণ হচ্ছে এই রাজ্যের ৯ আসনে। যার মধ্যে রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, দমদম, বারাসত ও বসিরহাট। প্রতিটি কেন্দ্র থেকেই কিছু না কিছু বিক্ষিপ্ত উত্তেজনার খবর এসেছে। কলকাতায় রবীন্দ্র সরণিতে ভোট গ্রহণ কেন্দ্রের কাছে বোমাবাজি হয়। এতে বেশকিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকে। শাসনেও আধা সেনার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। স্থানীয়দের অভিযোগ, আধা সেনা বিজেপি-কে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিল। এই সংঘর্ষে আধা সেনার লাঠির আঘাতে এক প্রতিবন্দী তরুণ-এর হাত ও পা ভেঙে যায় বলে অভিযোগ। জখম তরুণের মা-এর সঙ্গে আধা সেনাদের গণ্ডগোলও বাধে। এই ঘটনাগুলি ছাড়া ভোট এখন পর্যন্ত শান্তিপূর্ণ। 

বিকেল ৩টা পর্যন্ত ভোটদানের যে পরিসংখ্য়ান পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের নয় আসনে ৪৯.৭০ শতাংশ ভোট পড়েছে। দমদমে ভোটদানের হার ৪৯.৩১%, বারাসতে ভোটদানের হার ৫৩.৫৯%, বসিরহাটে ভোটদানের হার  ৫৩.৯৭%, জয়নগরে ভোটদানের হার ৪৮.৬৪%, মথুরাপুরে ভোটদানের হার ৫৩.৭৮%, ডায়মন্ড হারবারে ভোটদানের হার ৫২.৪৪%, যাদবপুরে ভোটদানের হার ৪৮.০৯%, কলকাতা উত্তরে ভোটদানের হার  ৪৩.৬৮% এবং কলকাতা দক্ষিণে ভোটদানের হার ৪৩.৮%।

12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন02:12চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ভারত-বাংলাদেশ বর্ডারে, স্লোগান বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে