নির্বাচনী প্রচারে তালিবানি হামলা! ভেঙে ফেলা হল বিদ্যাসাগরের মূর্তি

  • অমিত শাহ-এর রোড শো ঘিরে রণক্ষেত্র কলকাতা শহর
  •  ভেঙে দেওয়া হল বিদ্য়াসাগরের মূর্তি
  • অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হল বিদ্যাসাগর কলেজের সামনে

ঘটনার সূত্রপাত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে অমিত শাহের রোড শো এলে ভিতর থেকে টিএমসিপি সমর্থকরা 'চৌকিদার চোর হ্য়ায়' বলে স্লোগান দিতে থাকেন। পাল্টা বাইরে থেকে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি তোলেন। দুই পক্ষের মধ্যে ছিল ব্যারিকেড। ছিলেন পুলিশকর্মীরাও। কিন্তু, তারমধ্য়েও আচমকাই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। যথেচ্ছ বাঁশ, লাঠি, লোহার রড-ও ব্যবহার করা হয়। এমনকী ব্যারিকেড তুলেও বিশঅববিদ্যালয়ের ভিতরের দিকে ছুড়ে দেওয়া হয়। সেই যাত্রা অবশ্য পুলিশ দুই পক্ষকেই আলাদা করে দিতে পেরেছিল। কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অমিতের মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে আসার পরই।

রোড শো শেষ হতেই বিজেপি-র কর্মী ও সমর্থকরা দলে দলে কলেজ স্ট্রিটে রাস্তার দুই পাশে ভাঙচুর শুরু করে। মোটরবাইক, সাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। একটি দল বিদ্য়াসাগর কলেজেও ঢুকে পরে তাণ্ডব  শুরু করে বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ স্ট্রিটে বিজেপি কর্মী ও সমর্থকদের এই তাণ্ডবের কথা মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছয়। সেই সময় তিনি বেহালায় সভা করছিলেন। সেখান থেকেই বিজেপি-কে এক কড়া বার্তা দেন। 

12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন02:12চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ভারত-বাংলাদেশ বর্ডারে, স্লোগান বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে