শেষ পর্যন্ত সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর হিসেব মতো ২৩টি আসন না হলেও পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ২০১৯-এ ১৮টি আসনে জয় লাভ করেছে বিজেপি। সেখানে মমতা বন্দোপাধ্য়ায়ে ৪২-এ ৪২ আসনের স্বপ্ন আটকে গিয়েছে ২২-এই। শুধু তাই নয়, ভোট প্রাপ্তির শতাংশ হারেও তৃণমূলের মাত্র ৩ শতাংশ পিছিয়ে আছে ভারতীয় জনতা পার্টি।
এর আগে কখনও পশ্চিমবঙ্গে এতটা সাফল্য পায়নি গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই ফলাফল স্পষ্ট হয়ে যেতেই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েছেন এই রাজ্যের বিজেপি-র কর্মী-সমর্থকরা। হাওড়া ব্রিজ থেকে সুরু করে রাজ্য়ের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় গেরুয়া আবির, লাড্ডু, আতশবাজি, দলীয় পতাকা, নরেন্দ্র মোদীর ছবি ও মুখোশ নিয়ে বিজয়োৎসব পালনে মেতে উঠতে দেখা গিয়েছে তাঁদের। আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছে 'জয় শ্রীরাম' ও 'জয় মোদী' ধ্বণিতে।
শুধু তাইই নয়, বিজেপি কর্মী-সমর্থকদের মুখে জয়ের পর উঠে এসেছে নতুন স্লোগানও। তাঁরা বলছেন, 'এইবারে হাফ, একুশে সাফ'। অর্থাত এই লোকসবা ভোটে তৃণমূলের গড়ে তাঁরা অর্ধেক ভাঙন ধরিয়েছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাকিটাও ধ্বসিয়ে দেবেন।