কাঁকিনাড়া হিংসায় রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা করল রাজ্য বিজেপি। মঙ্গলবার রাজ্য সভাপতি দিলীপর ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যায়। সেখানে বিজেপির পক্ষ থেকে রাজ্যজুড়ে শান্তি কামনার আর্জি জানানো হয়। দিলীপ ঘোষ রাজ্যপাল-কে জানান ২৩ মে-এর আগে রাজ্যজুড়ে এক অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। আর এর জন্য তৃণমূল কংগ্রেস-কেই দায়ী করেন তিনি।
বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেও কাঁকিনাড়ায় ভোট পরবর্তী হিংসায় তৃণমূলকে দায়ী করেন। সেই সঙ্গেে অভিযোগ করেন, কাঁকিনাড়ার ঘটনাই প্রমাণ করে দিচ্ছে গণনার পরও রাজ্যে ব্যাপকভাবে এই হিংসা ছড়ানোর আশঙ্কা থাকছে। তিনি দাবি করেন, ইতিমধ্যেই কাঁকিনাড়া ছাড়াও রাজ্যের আরও কিছু এলাাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের উপরে হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতি চলতে থাকলে বিজেপিও তার যথোপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন দিলীপ।