কাঁকিনাড়া হিংসায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি বিজেপি-র

  • কাঁকিনাড়ার রাজনৈতিক হিংসায় রাজ্যপালের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
  • মঙ্গলবার দিলীপের নেতৃত্বে বিজেপি-র একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মরকলিপি জমা করে
  • ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে যে রাজনৈতিক হিংসার প্রবণতা বাড়তে পারে তা রাজ্যপালকে জানানো হয়
  • মারের বদলা মার-এর নীতির হুঁশিয়ারি দিলীপের

কাঁকিনাড়া হিংসায় রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা করল রাজ্য বিজেপি। মঙ্গলবার রাজ্য সভাপতি দিলীপর ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যায়। সেখানে বিজেপির পক্ষ থেকে রাজ্যজুড়ে শান্তি কামনার আর্জি জানানো হয়। দিলীপ ঘোষ রাজ্যপাল-কে জানান ২৩ মে-এর আগে রাজ্যজুড়ে এক অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। আর এর জন্য তৃণমূল কংগ্রেস-কেই দায়ী করেন তিনি।

বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেও কাঁকিনাড়ায় ভোট পরবর্তী হিংসায় তৃণমূলকে দায়ী করেন। সেই সঙ্গেে অভিযোগ করেন, কাঁকিনাড়ার ঘটনাই প্রমাণ করে দিচ্ছে গণনার পরও রাজ্যে ব্যাপকভাবে এই হিংসা ছড়ানোর আশঙ্কা থাকছে। তিনি দাবি করেন, ইতিমধ্যেই কাঁকিনাড়া ছাড়াও রাজ্যের আরও কিছু এলাাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের উপরে হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতি চলতে থাকলে বিজেপিও তার যথোপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন দিলীপ।

 

12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন02:12চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ভারত-বাংলাদেশ বর্ডারে, স্লোগান বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে