হাসপাতালের সামনে করোনা আক্রান্ত প্রসূতিকে ফেলে পালাল অ্যাম্বুলেন্স। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা আক্রান্ত এক প্রসূতিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আর সেই হাসপাতালের মাতৃমা বিভাগের সামনেই বসিয়ে চলে যায় অ্যাম্বুলেন্স চালক। হাসপাতালের সামনে পিপিই কিট পরা প্রসূতি ও তার মা-কে বসে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগীর আত্মীয় স্বজন। হাসপাতালে কর্তৃপক্ষের জানিয়েছেন ওই প্রসূতির প্রয়োজনীয় রিপোর্টগুলি সময়ে না পৌঁছানোর কারণে এই সমস্যা হয়েছিল। তবে রিপোর্ট পাওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শালবনি করোনা হাসপাতালে স্থানান্তরিত করে।