কাজ শুরু হয়েছে বায়ুসেনার এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি তৈরির। পশ্চিম মেদিনীপুরের পোক্তাপোল এলাকায় জাতীয় সড়কের ওপরে শুরু হয়েছে এই কাজ। দু'দিন আগেই শুরু হয়েছে এই কাজ। বায়ুসেনার প্রয়োজনেই শুরু হয়েছে কাজ। খড়গপুরের কলাইকুন্ডা এলাকাতে বায়ুসেনার ঘাঁটি রয়েছে৷ সেখান থেকে প্রতিদিনই সেনাবাহিনীর মহড়া হয়ে থাকে। সেই কারণেই সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং -এর কাজ শুরু হয়েছে। খড়্গপুর থেকে ওড়িষ্যা গামী ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে শ্যামপুরা থেকে পোক্তাপোল এলাকা পর্যন্ত দীর্ঘ ৫ কিমি জাতীয় সড়ককে রানওয়ে হিসেবে তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে৷ সেই কর্মসূচিতে নেমে দুদিন ধরে সার্ভে করা ও জাতীয় সড়কের পাশে থাকা গাছ, দোকান সরানোর কাজ শুরু হয়েছে৷ জাতীয় সড়কের ওপরে লাগানো হয়েছে এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি মার্কিং বোর্ডও৷ কর্মরত আধিকারিকরা জানিয়েছেন- এই ৫ কিমি জাতীয় সড়কটি ৬০ মিটার চওড়া করা হবে৷ ভারতবর্ষের মোট ১৩ টি স্থানে এই ধরনের এমার্জেন্সি ল্যান্ডিং রানওয়ে তৈরী করা হচ্ছে জাতীয় সড়কের ওপরে৷ আপাতত পশ্চিমবঙ্গে একটাই তৈরি হচ্ছে৷ খুব শীঘ্রই এই কাজ সম্পন্ন হবে বলে জানাচ্ছেন সেখানে কর্মরত ব্যক্তিরা।